চাঞ্চল্যকর হত্যা মামলায় আমৃত্যু সশ্রম কারাদন্ পলাতক আসামী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১৯/০২/২০২৪ তারিখ বিকাল ১৫.৩০ ঘটিকায় সিপিসি-২ পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এবং স্কোয়াডন লীডার মোঃ সানোয়ার হোসেন এর যৌথ নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি এবং র্যাব-২, সিপিসি-৩ আগারগাঁও এর চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন পৈলানপুর সিএনজি ষ্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলায় আমৃত্যু সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ড ও ১০০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নামঃ ১। আমান উল্লাহ রিপন, পিতা-মৃত আবু ছদ্দিন, সাং-আড়পাড়া, থানা-গাংনী জেলা-মেহেরপুর, বর্তমান সাং-শালগাড়ীয়া ফরেস্টপাড়া, পাবনা সদর পাবনা ।
গ্রেফতারকৃত আসামীকে মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।