ধর্ষন মামলার এজাহার নামীয় আসামী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গত ১০ নভেম্বর ২০০৩ খ্রি. হতে ১৩ ফেব্রুয়ারি ২০০৪ খ্রি. তারিখ পর্যন্ত আসামী সেলিম হোসেন (২৫) জনৈক মোঃ আলমগীর হোসেন এর নাবালিকা মেয়েকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখাইয়া তার ইচ্ছার বিরুদ্ধে পাবনা জেলার সদর থানাধীন রানা ইকো পার্কের পিছনে তুষাল রেস্ট হাউসসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষন করেন। বিষয়টি বাদী মোঃ আলমগীর হোসেন, পিতা-মৃত রহিম খান, সাং-হাটখালী, থানা-সুজানগর জেলা-পাবনা বিষয়টি জানতে পেরে একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হতে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় আসামী আত্মগোপন করে ঢাকা জেলায়। আত্মগোপনকৃত আসামী গ্রেফতার অভিযানে নামে র্যাব-১২।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন, বিপিএম, পিপিএম, অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ০৪ মার্চ ২০২৩ খ্রি. তারিখ ১৫.৩০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় “ডিএমপি, ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায়” একটি অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষন মামলার একমাত্র আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর নামঃ ১। মোঃ সেলিম হোসেন (২৫), পিতা-মোঃ রফিক হোসেন, সাং-তেলীগ্রাম ঢালীপাড়া, থানা-আতাইকুলা, জেলা-পাবনা।
গ্রেফতারকৃত আসামীকে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।