ঈশ্বরদী থানার আলোচিত ডাকাতি মামলার ৫ ডাকাত গ্রেফতার
পাবনার ঈশ্বরদীতে আলোচিত ডাকাতি মামলায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো ঈশ্বরদীর মোকারামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে শিশির (২২), পাবনা সদর থানার বড় দিকশাইল গ্রামের সেলিম প্রামাণিকের ছেলে মাহাবুল আলী (৩৬), ভাঙ্গুরা থানার চৌবাড়িয়া হারুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে হাসিনুর রহমান হাসু (২৪), আতাইকুলা থানার বামনডাঙ্গা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মমিন (৩৩) এবং একই থানার সাদুল্লাপুর গ্রামের খোকন জমাদ্দারের ছেলে সবুজ জমাদ্দার (২২)।
আজ বুধবার (৬ মার্চ) দুপুরে ঈশ্বরদী থানার প্রেসব্রিফিং এসব তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারী রাত আড়াইটার দিকে ঈশ্বরদী উপজেলার মোকারমপুর গ্রামের বাবুল হোসেনের বাড়ীতে ৫/৬ জনের ডাকাত দল দরজার শিকল কেটে এবং শোবার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতরা বাবুলকে চাপাতি দিয়ে আঘাত করে স্ত্রী ও কন্যাদের জিম্মি করে সোনা ও রূপার গহনা, নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। পরদিন ভুক্তভোগী বাবুল হোসেন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে অভিযানে নামে পুলিশ।
গ্রেফতারের সময় ডাকাত দলের নিকট হতে ডাকাতীকৃত সাড়ে ৫ হাজার টাকা, ডাকাতী কাজে ব্যবহৃত একটি চাপাতি, দরজা ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। আসামীরা স্বীকার করে যে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং পাবনা জেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে ডাকাতির ঘটনা ঘটায় তারা।