ঈশ্বরদী স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ টায় অতিথিদের অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসলাম হোসাইন, নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, ঈশ্বরদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিল মনিরুজ্জামান সাবু,পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিল ফরিদা ইয়াসমিন প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রতন, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ জয়নাল আবেদীন। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।