ঈশ্বরদী উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতি নামে নতুন সংগঠনের আত্নপ্রকাশ।
ঈশ্বরদীতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের নাগরিক অধিকার প্রাপ্তির লক্ষ্যে ঈশ্বরদী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমিতি নামে একটি সংগঠনের আত্নপ্রকাশ হয়েছে। গতকাল সোমবার (১১ মার্চ) উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফসিহর রহমানের সভাপতিত্বে এসময় ঈশ্বরদীর বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন এ সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক উল্লেখ করে সভা শেষে সর্বসম্মতভাবে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া সংবাদটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য একটি প্রেসবিজ্ঞপ্তি দেওয়া হয়।
কমিটির আহবায়ক হিসেবে ঈশ্বরদী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফসিহর রহমান এবং সদস্য সচিব হিসেবে ভাষাশহীদ বিদ্যানিকেতনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক কে নির্বাচিত করা হয়।
আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে বাঘইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, রুপপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন এবং বাঁশেরবাদা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ মিয়া কে নির্বাচিত করা হয়।
সভায় নতুন এ সংগঠনটির আগামীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং বৃহৎ পরিসরে বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করা হয়।