ঈশ্বরদীতে রমজানে বাজার মনিটরিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট
ঈশ্বরদী প্রতিনিধি.
পাবনার ঈশ্বরদীতে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবির এই বাজার মনিটরিং কার্যক্রমের নেতৃত্ব দেন।
মনিটরিংকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারের ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলেন ও পন্যের বাজারদর নিয়ন্ত্রণে আমদানিরপ্তানি, উৎপাদন, বিপনন ঈশ্বরদী বিষয় খোঁজখবর নেন। এ সময় ব্যবসায়ীদের ১০০টি দোকান মনিটরিংকালে তিনি দ্রব্যমূলের তালিকা টাঙানো, মানসম্মত মালামাল বিক্রি এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে খাদ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার জন্য ব্যবসায়ী ও দোকানদারিদের সরকারি নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন। অভিযানকালে ঈশ্বরদী শহর আমবাগান ফাঁড়ির পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।