পাবনা নকল স্যালাইন তৈরীর কারখানায় র্যাবের অভিযান ”
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ পন্য উৎপাদন,অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ মার্চ, ২০২৪ তারিখ ১২.২০ ঘটিকা হইতে ১৩.০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রণালয়, পাবনা এর সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদ হাসান রনি’কে সাথে নিয়ে র্যাবের একটি টিম পাবনা জেলার পাবনা সদর থানাধীন হিমাইতপুর ইউনিয়নের আফুরিয়া এলাকায় জনৈক মোঃ রাশেদুজ্জামান (৩৭), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক এর স্বপ্ন ফুড এন্ড বেভারেজ ব্যবসা প্রতিষ্ঠান অভিযান পরিচালনা করে।
উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে নকল, অস্বাস্থ্যকর টেস্টি স্যালাইন, গ্লুকোজ বিস্কুট, সফট ড্রিংকস পাউডার সহ বিভিন্ন পণ্য উৎপাদন করে পাবনা সহ আশেপাশের বিভিন্ন জেলাতে বিপণন করে আসছিল।
চলমান মাহে রমাজান উপলক্ষ্যে উক্ত কারখানায় পণ্যের মোড়কে মিথ্যা বিজ্ঞাপন, মোড়কের গায়ে লিখা মিথ্যা ওজনসহ বিপুল পরিমান উৎপাদিত পণ্য পাবনা সহ আশেপাশের জেলায় বাজারজাতকরনের এক পর্যায়ে চালানো হয় পাবনা র্যাবের এই অভিযান।
উক্ত অভিযানে জাতীয় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানের মালিক মোঃ রাশেদুজ্জামানকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং নকল পণ্য সহ উৎপাদন কাজে ব্যবহৃত অবৈধ মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
পরবর্তীতে উক্ত আভিযানিক দল ১৪.০৫ ঘটিকা হইতে ১৪.৩০ ঘটিকা পর্যন্ত পাবনা জেলার পাবনা সদর থানাধীন দাপুনিয়া বাজার এলাকায় বিভিন্ন তরমুজ বিক্রেতাকে মূল্যতালিকা না থাকা এবং বেশী দামে তরমুজ বিক্রয় করার অপরধে অপরাধে ৬,০০০/- (ছয় হাজার) টাকা জরিমানা করে ।