ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
এ উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” স্লোগান সামনে নিয়ে শুক্রবার বেলা ১১টায় সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) রাহসিন কবির।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান।
বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, উপজেলার ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক খোন্দকার মাহাবুবুল হক দুদু প্রমুখ।
একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।