৫১ ইট ভাটা অবৈধ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই সরকারের রাজস্ব ফাঁকি।
ঈশ্বরদীতে লক্ষিকুন্ডা ও দাদাপুরে ৫৫ টি ইটভাটার চারটিতে ছাড়পত্র রয়েছে বাকিগুলো অবৈধ জানালেন পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন।
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাদাপুর-লক্ষ্মীকুন্ডা, বায়ু দূষণ এবং পরিবেশ বিপর্যয়ের মাত্রা দিন দিন অবনতি ঘটেছে তা সত্বেও প্রশাসন নীরব দেশের বিভিন্ন জায়গায় ইট ভাটা গুলোতে অভিযান পরিচালনা অব্যাহতি রয়েছে । এ বিষয়ে ঈশ্বরদী উপজেলার নির্বাহী অফিসার সুবীর কুমার দাস তিনি বলেন ইটভাটা গুলোতে গত মাসে অভিযান চালিয়েছেন বলে জানান, এবং অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে ইটভাটাতে যাচ্ছে এ বিষয়ে তিনি বলেন আমরা যখনই জানতে পারি আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী পাঠিয়ে দেই, কিন্ত তাদের আর পাওয়া যাই না।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন, তিনি বলেন ঈশ্বরদীতে মোট ৫৫টির মধ্যে চারটি ইটভাটার ছাড়পত্র রয়েছে আর ৫১টির ইটভাটার ছাড়পত্র নেই। বাদবাকি ৫১টি ভাটা অবৈধভাবে চালিয়ে যাচ্ছেন, গত নভেম্বর মাসে দুটি ইট ভাটাই অভিযান পরিচালনা করে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন বলে জানান। আরো যে ৫১টি ইট ভাটা অবৈধ ভাবে চলছে তাদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন তিনি বলেন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিসি অফিসে খোঁজখবর রাখি নির্বাহী ম্যাজিস্ট্রেট পেলেই যেকোনো সময় মোবাইল কোর্ট করতে পারি।
এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবং অবৈধ ইটভাটা গুলোতে চলছে খড়ি দিয়ে ইট পোড়ানো। কৃষি জমিতে ইটভাটা, যানবহনে কালো ধোঁয়া, কৃষি জমি থেকে রাতের অন্ধকারে ট্রাকলরি দিয়ে ও ভেকু দিয়ে কাটা হচ্ছে মাটি। মাটিগুলো প্রতিটা ভাটাই গিয়ে থাকে। পরিবেশ বিজ্ঞানীদের মতে বাতাসের কার্বন-ডাই-অক্সাইড লেড, নাইট্রোজেন অক্সাইড ও প্রবম্ভিল বস্তকনার কারণে বায়ু দূষিত হয়। বাতাসের একিউআই ও শূন্য থেকে ৫০ পিলিএম হলে তাকে সবুজ বা স্বাস্থ্যকর বলা হয়।এবিউআই মাত্রা ৫১ থেকে ১০০ পিপিএম হলে তাকে মধ্যময় বায়ু বলা হয়। যা মানুষের জন্য ক্ষতিকর নয়। মাত্রা ১০১ থেকে ১৫০ পিপিএম হলে সে বায়ুকে সর্তকতা মূলক বায়ু বলা হয়। যেটা মানুষের জন্য মৃদু ক্ষতিকর। এলাকিবাসী সূত্রে জানা যাই ইট ভাটার মালিক সমিতির সভাপতি, সম্পাদক সবাইকে ম্যানেজ করে ইটভাটা চালান এমনকি এ কথাও বলেন স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছেন ইটভাটা। ইট প্রস্তুতে শর্তে ইটভাটায় কোন অবস্থাতেই জ্বালানি কাঠ ব্যবহার করা যাবে না। তা সত্ত্বেও অনুমতি ছাড়াই চলছে সকল ইট ভাটা।