মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য সবার সহযোগিতা চাই তার পরিবার।
সন্ধান চাই!
আওতাপারা গ্রামের মুকুল মন্ডলের মেয়ে সুমি খাতুন (১৬) কে গত ১৩/ ৮/ ২০২২ তারিখ হইতে ঈশ্বরদী ইপিজেড এলাকা হতে অপহৃত হয়। আজ অদ্যপতি পর্যন্ত মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি। অপহৃত মেয়েটি যদি কোথাও দেখা যায় বা বর্ণনার সহিত সংহতিপূর্ণ কোন অজ্ঞাত নারীর লাশ উদ্ধার হলে ঈশ্বরদী থানা কে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা রয়েছে হইল। মেয়েটি অপহৃত হওয়ার সময় তার পড়নে ছিল বেগুনি রংয়ের বোরকা, কালো হিজাব মেয়েটির উচ্চতা ৫ ফিট, গায়ের রং শ্যামলা, মেয়েটিকে যদি কোথাও দেখা যায় বা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার হয় তাহলে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুল ইসলাম যার মোবাইল নাম্বার ০১৭১৩ ১২০৫৩৫ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।