পাবনা র্যাবের অভিযানে ০১টি পরিত্যক্ত ওয়ান শুটারগান উদ্ধার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩১/০৩/২০২৩ খ্রিঃ তারিখ রাত ০৩.৪৫ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলঃ ‘পাবনা জেলার পাবনা সদর থানাধীন জাফরাবাদ সাকিনস্থ জাফরাবাদ বাজারের জনৈক মোঃ আলমগীর হোসেন (৫৫), পিতা-মোঃ ওসমান হোসেন এর ফার্নিচারের দোকানের পূর্ব পাশের্^ পাবনা শহর থেকে আতাইকুলা গামী পাকা রাস্তার পাশে’ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১টি ওয়ান শুটারগান উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্রটি পাবনা জেলার সদর থানায় জিডি মূলে জমা করা হয়।