lসুমাইয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ।
ঈশ্বরদীতে সুনাইয়া মন্ডল নিহতের প্রতিবাদে মানববন্ধন ও ভিক্ষোভ করেছে নিহতের আত্মীয় – স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে ঈশ্বরদী রেলগেট এলাকায় খায়রুজ্জামান বাস টার্মিনালের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিহতের পিতা আরমান মন্ডল, চাচা কোরবান মন্ডল, জোৎনা ও সফিকুল ইসলাম এমেল।
নিহতের বাবা আরমান বলেন, ২ বছর আগে ঈশ্বরদী পূর্বটেংরী কদমতলার মৃত দৌলত খানের ছেলে তালাত মাহমুদ আকাশ খানের সাথে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে আমার মেয়ে সুমাইয়ার স্বামী আকাশ যৌতুকের দাবীতে আত্যাচার, নির্যাতন করে আসছে। আমার মেয়ে নির্যাতন সইতে না পেরে মাঝে মাঝে আমার বাড়ীতে চলে আসতো। আমরা তাকে বুঝিয়ে আবার শ্বশুরবাড়ী পাঠাতাম।
গত ২২ এপ্রিল সকালে আকাশ আমাকে ফোন দিয়ে জানায়, সুমাইয়া আত্মহত্যা করেছে। আমি দ্রুত আকাশের বাড়ীতে পৌছে তাদের শয়ন কক্ষ অচেতন অবস্থায় সুমাইয়াকে দেখতে পায়। সে সময় দ্রুত তাকে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। আরও বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না তাকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকান্ডের বিচার চাই এবং দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মানববন্ধন ও পথসভায় শতাধিক নারী- পুরুষ বিক্ষোভ প্রদর্শণ করে।