নানা কর্মসূচীতে বিভিন্ন শ্রমিক সংগঠন গুলোর মে দিবস পালন।
আজ ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বব্যাপী শ্রমিকদের প্রতি অত্যাচার নির্যাতনের প্রতিবাদ ও শ্রমিকদের ন্যায্যদাবী আদায়ের জন্য আন্দোলন করে এইদিনে অনেক শ্রমিক প্রাণ দিয়েছিলো।
ঈশ্বরদী উপজেলা ভবন নির্মাণ শ্রমিক ইউনিয়নের রাজমিস্ত্রী, রড মিস্ত্রী,সাটারমিস্ত্রী সহ সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দ র্যালীবের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ও দাবি আদায়ের শ্লোগান দেয়।জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদীঅঞ্চল,ঈশ্বরদী উপজেলাশ্রমিকলীগ,
ঈশ্বরদী উপজেলা মহিলা শ্রমিকলীগ, বিদ্যুৎ শ্রমিকলীগ,বেসরকারি বিদ্যুৎ শ্রমিকলীগের
সদস্যরা পৃথক পৃথকভাবে র্যাালীবের করে।