এস এস ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠান কে এক লক্ষ টাকা অর্থ জরিমানা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে পাবনা জেলার সদর থানাধীন এস এস ফুড প্রোডাক্টস এবং ঢাকা বেকারী নামক ফুড ব্যবসা প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য পণ্য তৈরী পূর্বক বাজারজাত করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৪/০৫/২০২৪ তারিখ ১১.৩০ হতে ১২.৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রণালয়, পাবনা এর সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদ হাসান রনি’কে সাথে নিয়ে র্যাবের একটি টহল দল পাবনা জেলার সদর থানাধীন বিকে রোড, শালগাড়িয়া, সাকিনস্থ এস এস ফুড প্রোডাক্টস নামক ব্যবসা প্রতিষ্ঠান’ এলাকায় ভোক্তা অধিকার আইন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরী করার অপরাধে উক্ত ফুড ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ মোকারম হোসেন (৩৮), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-শালগাড়িয়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে উক্ত আভিযানিক দল ১২.৪০ হতে ১৩.৩০ ঘটিকা পর্যন্ত পাবনা জেলার সদর থানাধীন রামনাবাদ (রামানন্দপুর) সাকিনস্থ ঢাকা বেকারী নামক ফুড ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় ভোক্তা অধিকার আইন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ঢাকা বেকারী ফুড ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ মাসুম আলী (৩৫), পিতা-মোঃ জালাল মিয়া, সাং- রামনাবাদ (রামানন্দপুর), থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত ০২টি ফুড ব্যবসা প্রতিষ্ঠানের নিকট থেকে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।