পাবনা র্যাবের অভিযানে অজ্ঞান পার্টির সক্রিয় ০১ (এক) সদস্যকে গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অজ্ঞান পার্টির কতিপয় সদস্য পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকাগামী বাসের যাত্রীদের অজ্ঞান করে তাদের নিকট থেকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে গত ১৩ মে, ২০২৪ তারিখ ১৯.৫০ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে কাছেম সরদার @ কাশেম (৪৫), পিতা-মৃত কাদের সরদার, সাং-কোদালিয়া, থানা-মোল্লারহাট, জেলা-বাগেরহাট নামের একজন অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয় এবং তার নিকট থেকে ০৩ (তিন) পিস অস্বাস্থ্যকর চেতনানাশক ঔষধ, ০২টি মোবাইল ফোন, ০৩ টি সিমকার্ড এবং নগদ ১১০০/- টাকা উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত অজ্ঞান পার্টির সদস্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় অস্বাস্থ্যকর চেতনা নাশক ঔষধ দিয়ে যাত্রীদের অজ্ঞান করে তাদের নিকট থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে আসছিল।
সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতারে র্যাবের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ জব্দকৃত আলামতসহ পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।