ঈশ্বরদী উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদ এর মত বিনিময় সভায়
অবিলম্বে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও ঈশ্বরদী বিমান বন্দর চালুর দাবীতে মাস ব্যাপী আন্দোলনের কর্মসূচি
ঈশ্বরদী ষ্টেশন থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও অবিলম্বে ঈশ্বরদী বিমান বন্দর চালুসহ ঈশ্বরদীর ১৭টি বিষয়ে মত বিনিময় ও কর্মসূচি প্রণয়ন সভা গত ১৩ মে আর,আর,পি কমিউিনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদের ডাকা এই মত বিনিময় ও কর্মসূচি প্রণয়ন সভায় সভাপত্বিত করেন ঈশ্বরদী উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদের আহবায়ক ও দৈনিক উত্তর জনতার সম্পাদক জনাব ববি সরদার। মত বিনিময় কর্মসূচি প্রণয়ন সভায় খোলামেলা আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, সাংবাদিক ও রাজনীতিবীদ এস,এম ফজলুর রহমান, পাবনা জেলা মহিলা লীগের সম্পাদিকা ও উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহজেবিন শিরিন পিয়া, আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান মিলন, মেহেদী হাসান লিখন, আতিয়া ফেরদৌস কাকলী, মোছাঃ পারভীন, সাংবাদিক ও রাজনীতিবীদ আতাউর রহমান বাবলু, ট্রেন পরিচালক এ,এস,এম ইকবাল মাহমুদ, সাংবাদিক শহীদুল্লা খান, হ্যালো ঈশ্বরদীর সম্পাদক আব্দুল্লা আল সুমার খান, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান পুলক ফকির, শ্রমিক দল নেতা জাহিদুল আলম সনু, যুবদল নেতা মেহেদী হাসান মেহেদী, রাজনীতিবীদ ও ব্যবসায়ী আতাউর রহমান পাতা ও অবসর প্রাপ্ত শিক্ষক নেতা আব্দুল বারী। এছাড়া ঈশ্বরদীর উন্নয়ন ও আন্দোলন সংগ্রামের বলিষ্ট নেতৃত্ব আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আসাদুর রহমান বীরু দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। প্রায় সকল বক্তা এবং উপস্থিত উন্নয়নকামী মানুষ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া সহ জনমত সৃষ্টির জন্য লিফলেট বিতরণ, পোস্টারিং, স্মারকলিপি প্রদান, মানব বন্ধন, হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষনা প্রস্তাব ও দাবী জানান। বক্তাদের দাবীর প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে অত্র পরিষদ আগামী সাত দিনের মধ্যে মাস ব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান। মত বিনিময় সভার শুরুতে ঈশ্বরদীর পূর্বাপর ও সার্বিক অবস্থা তুলে ধরেন উন্নয়ন ও স্বার্থ সংরক্ষন পরিষদের আহবায়ক ববি সরদার।
মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, দৈনিক উন্নয়নের কথার সম্পাদক আবুল হাশেম, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, জাসদ নেতা এ্যাডভোকেট মনোয়ার হোসেন স্বপন, শ্রমিক নেতা নবাব আলী, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাংবাদিক অধ্যাপক মোঃ হাসানুজাম্মান, জিটিভির সাংবাদিক নাসিম আহম্মেদ হৃদয়, সাপ্তাহিক সময়ের ইতিহাসের সম্পাদক শেখ মহাসিন, দৈনিক আলোর দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক সুলতান মাহমুদ বাবু, সাংবাদিক ও ডাক্তার আনারুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, উন্নয়ন অর্থনীতির সম্পাদক এম,এইচ সোহেল, আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক আরফাজুল ইসলাম উজ্জল, অবসর প্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক সাইফুল আলম পিন্টু, সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোফাজ্জল হোসেন লিখন, অবসর প্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান অঞ্জন, চাকুরিজীবি মহিদুল ইসলাম, নারী নেত্রী সুমাইয়া সুলতানা হ্যাপিসহ আরো অনেকে।