প্রয়াত সাইদুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ
কবি, কলামিষ্ট, সাংবাদিক, সংগঠক, সাহিত্যসেবী ও সমাজসেবক প্রয়াত সাইদুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০১৯ সালের আজকের এইদিনে (১৩ জুলাই) তিনি মারা যান। ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
সাইদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় পারিবারিকভাবে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন প্রতি বছর সাইদুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভার আয়োজন করে ঈশ্বরদী সাহিত্য কোলাহল ও বিশ্ববাংলা সাহিত্য পরিষদ। এতে অংশ গ্রহণ করেন ঈশ্বদীর বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বিশেষ কারণে এবার স্মরণসভাটি অনুষ্ঠিত হবে না। তবে আজ সন্ধ্যায় ঈশ্বরদী সাহিত্য-সাংস্কৃতি পরিষদ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হবে।
সাইদুল ইসলাম ঈশ্বরদী সাহিত্য-সাংস্কৃতি পরিষদের নির্বাহী সদস্য ও ঈশ্বরদী সাহিত্য কোলাহলের উপদেষ্টা এং বিশ্ববাংলা সাহিত্য পরিষদ, ঈশ্বরদী শাখার যুগ্ন সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।
Facebook Twitter Google + Print খবরটি পড়া হয়েছে 900 বার