খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালন
মোঃ দুলাল আলী (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক- ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পরে রহনপুর ডাকবাংলা চত্বরে উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তোকি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, উপজেলা বিএনপি যুবনেতা আব্দুল্লাহ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পিয়ারুল
ইসলাম প্রমুখ সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।