দেবীর দোলায় আগমন, ঘোটকে গমন।
শ্রীশ্রী হরে কৃষ্ণ সার্বজনীন দূর্গা মন্দির
রোঁনেসা ক্লাব মাঠ প্রাঙ্গণ,পশ্চিম টেংরী কাচারিপাড়া দেবীর দোলায় আগমন হবে শারদীয় দুর্গোৎসব।
পঞ্চমী: ২১ আশ্বিন ১৪৩১বাং (৮ অক্টোবর ২০২৪ইং), মঙ্গলবার
ষষ্ঠী: ২২ আশ্বিন ১৪৩১বাং (৯ অক্টোবর ২০২৪ইং), বুধবার ষষ্ঠী প্রাত ৬/৩ গতে ঘঃ ৮/১ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর সঙ্গী বিহীত পূজা সমাপন। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
**সপ্তমী: ২৩ আশ্বিন ১৪৩১বাং (১০ অক্টোবর ২০২৪ইং), বৃহস্পতিবার
সপ্তমী প্রাত: ৬/৪ গতে ঘঃ ৭/৫৩ মধ্যে শ্রীশ্রী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তমী পূজা সমাপন। শুরু অষ্টমী, সন্ধি ও নবমীপূজা: ২৪ আশ্বিন ১৪৩১বাং (১১ অক্টোবর ২০২৪ইং), শুক্রবার
অষ্টমী প্রাত: ৬/৪ গতে ঘঃ ৬/৫৩ মধ্যে মহাষ্টমী পূজা সমাপন। ঘঃ ৬/৫৩ গতে সন্ধী পূজারম্ভ ৭/১৭ গতে বলিদান। ঘঃ ৭/৪১ মধ্যে সন্ধীপূজা সমাপন। ঘ ৭/৪১ গতে ঘঃ ৯/৫৭ মধ্যে শ্রীশ্রী দুর্গাদেবীর
মহানবমী বিহীত পূজা প্রশস্তা। শুধু নবমী ও দশমী: ২৫ আশ্বিন ১৪৩১বাং (১২ অক্টোবর ২০২৪ইং), শনিবার
নবমী: প্রাত: ৬/৪ গতে প্রাত ঘঃ ৬/১২ মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহানবমীর অধীক পূজা সমাপন। ঘঃ ৭/২৬ গতে ৯/৫৭ মধ্যে শ্রীশ্রী দুর্গাদেবীর দশমী বিহীতপূজা ও বিসর্জন। বিসর্জন অন্তে অপরাজিতা পূজা। দেবীর দোলায় আগমন, ফল মড়ক, দেবীর ঘটকে গমন ফল ছত্র ভঙ্গ বসুন্ধরা।
প্রশান্ত কুন্ডু (হারু)ভারপ্রাপ্ত-সভাপতি
দ্বীপু চন্দ্র রায়
সাধারণ সম্পাদক
সম্মানিত উপদেষ্টা মন্ডলী:নীল কমল সরকার,সুবল চন্দ্র দাস,মদন কুমার চক্রবর্তী,মোহন কুমার কুন্ডু,অনন্ত কুমার সাহা,মনি দত্ত,শ্যামা চন্দ্র দাস,গৌতম কর্মকার,বেনু কুমার পাল,বাদল দে,কিশোরী লাল সাহা,মদুসূদন সাহা,নারু মহন্ত,রঘুনাথ সাহা,নিতাই দত্ত,
সুব্রত বিশ্বাস,সুদেব কুন্ডু,দ্বীপু চন্দ্র রায়,অনিল রায়,ভান্টা সিং,হরেন্দ্রনাথ কুন্ডু,প্রদীপ গুপ্তা,সুনীল পাল,দেবাশীষ পাল,রতন গুপ্তা,স্বপন কুমার দাস,রঞ্জু ভৌমিক,কার্তিক দাস,নারায়ণ কুন্ডু,বিনয় চক্রবর্তী,লক্ষণ ঠাকুর,বিরেন দাস,রাজকুমার দাস,
পুরোহীত: শ্রী শুভংকর বাগচী (বাপ্পি)।