বৃষ্টিকে উপেক্ষা করে পৌরসভা কাজের পরিদর্শন করলেন পৌর প্রশাসক।
আজ সকাল ৭টার সময় ঈশ্বরদী বাজার, আমবাগান সহ বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা ও পানি জমে থাকাব কাজের পরিদর্শন করলেন দায়িত্বপ্রাপ্ত সুযোগ্য প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। ড্রেনে ময়লা ফেলানো ও ট্রেনের উপর দোকান, ঘর বাড়ি নির্মাণ করা হয়েছে,যারা নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য তিনি সচিব মহাদয়কে নির্দেশ দিলেন।
ঈশ্বরদী পৌরসভার জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ৭ নং ওয়ার্ড আমবাগান এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক জনাব সুবীর কুমার দাস আজ বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন। তিনি এলাকাবাসির সামনে প্রতিশ্রুতি করেন দুই একদিনের মধ্যেই জলাবদ্ধতা দূর করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের আস্বাসে এলাকাবাসী আনন্দিত এবং খুশি হয়েছেন। আমবাগান এলাকাবাসী সাকিবুল হাসান মানিক জানান এই প্রথম একজন ইউএনও মহাদয় আমাদের এলাকার জলাবদ্ধতা পরিদশন করেছেন । এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই ও তার সুস্বাস্থ্যতা কামনা করছি। এ সময় ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম, ঈশ্বরদী পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম আহমেদ,ব্যবসায়ী মাহমুদুর রহমান জুয়েল,সভাপতি, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাব সাংবাদিক রিফাজ বিশ্বাস লালন, সবুজ,রাসেল সহ সুধীজন উপস্থিত ছিলেন।