ঈশ্বরদী পৌরসভার ভেলুপারার ৮ ও ৯ নং ওয়ার্ডে নাগরিক সমস্যা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস
আজ সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী পৌরসভার ৮ এবং ৯ নং ওয়ার্ডের নাগরিক সমস্যার পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবির কুমার দাস। স্থানীয় বাসিন্দারা লাইটের অভাব ও ড্রেনেজ সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তিনি এলাকাবাসীর অভিযোগ শুনে তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
নাগরিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় স্ট্রিট লাইটের সমস্যা এবং ড্রেন পরিষ্কার না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। বিশেষ করে বর্ষার সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সুবির কুমার দাস এসব সমস্যার গুরুত্ব বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি পৌরসভার সংশ্লিষ্ট বিভাগকে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের জন্য নির্দেশ দেন।
এ পরিদর্শনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটি ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে এবং তারা পৌর প্রসাশকের দ্রুত পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন।