ঈশ্বরদী পৌরসভার সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ।
গতকাল সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের নাগরিক সমস্যার পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবির কুমার দাস। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে চলমান স্ট্রিট লাইটের অভাব এবং ড্রেনেজ সমস্যার কথা তুলে ধরেন, যা বর্ষাকালে জলাবদ্ধতা এবং জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পরিদর্শনকালে সুবির কুমার দাস এলাকাবাসীর অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভার সংশ্লিষ্ট বিভাগকে সমস্যাগুলি জরুরী ভিত্তিতে সমাধানের নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায়, একদিনের মধ্যেই রাস্তাগুলো সংস্কারের কাজ শুরু হয় এবং ড্রেন পরিষ্কারের কাজও চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন যে, এসব সমস্যার স্থায়ী সমাধান শিগগিরই দেখতে পাবেন।