ছাত্রজনতার অভ্যূত্থানের নতুন বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক হাবিবুর রহমান হাবিব।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। ফলে ১৫ বছর পর এবার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সারাদেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রজনতার অভ্যূত্থানের নতুন এ বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ।
শুক্রবার (১১ অক্টোবর) বিকালে পাবনার ঈশ্বরদী উপজেলার ৩২টি পূজা মন্ডব পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সবধর্মের মানুষ যাতে সমানভাবে ধর্ম পালন করতে পারে, সে ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নেতৃবৃন্দ সচেষ্ট রয়েছেন। শহীদ জিয়ার আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিএনপির আদর্শে ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমরা যারা আছি, সবাই নতুন বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছি।
এসময় বিএনপি নেতা দুলাল মন্ডল, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তুহিন বীন সিদ্দিক, বিএনপি নেতা ফজলুর রহমান, রুবায়েত কল্লোল, বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়ন, জেলা মহিলাদলের সভাপতি পূর্ণিমা ইসলাম, সাধারন সম্পাদক মেহেরুন শাজাহান, সাংগঠনিক সম্পাদক নাজ, পৌর শাখার সভাপতি রোকেয়া আক্তার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, পৌর যুবদলের সদস্য সচিব আলী যুবায়ের প্রতীক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন, মন্দির, ক্লাব কমিটির নেতৃবৃন্দ, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করে তাদের হাতে বেগম খালেদা জিয়ার উপহার তুলে দেন হাবিবুর রহমান হাবিব।