প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে আজ দুর্গোৎসব।
আজ প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব। হিন্দুদের বড় উৎসব দুর্গো উৎসব। শুরু হয়েছে ৩২ টি পূজা মন্ডপ দিয়ে। ঈশ্বরদীতে পুলিশ বাহিনী জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেছেন আমরা ৩২ টা পূজা মন্ডপে মন্ডপে নিরাপত্তা জোদ্দার করেছি, রয়েছে সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা বিভাগের অফিসার,র্ডিবি সহ বিভিন্ন সংস্থার লোকজন। দুর্গোৎসব শুরু হয়েছে আমরা প্রথম থেকেই কড়া নিরাপত্তা গ্রহণ করেছি। আজ দশমী, এ পযন্ত কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন আমরা সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করেছি প্রতিমা বিসর্জন পর্যন্ত এই নিরাপত্তা থাকবে। মন্ডপে মন্ডপে দশমীরের আনুষ্ঠানিকতা, দুপুরের পর বিসর্জন। দেবী দুর্গার কৈলাসে ফিরছে নাচ, মন্ডপে মন্ডপে একদিকে বিষাদের ছায়া অন্যদিকে সিঁদুর খেলার আনন্দ। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে শারদীয়া দুর্গোৎসব। প্রতিমা বিসর্জনে আজ ঈশ্বরদী থানা ও ইশ্বরদী উপজেলা প্রশাসন ফায়ার সার্ভিস আনসার সকল প্রশাসনিক কর্মকর্তা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।