দখলদারি, চাঁদাবাজি যারা করেছে, ওদের প্রত্যাখ্যান করুন-মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘যারা ৫ আগস্টের পর দখলদারি করেছে, চাঁদাবাজি করেছে, ওদের প্রত্যাখ্যান করুন, ভালো মানুষকে গ্রহণ করুন। ’ আজ শনিবার (১৯ অক্টোবর) বিকালে ঈশ্বরদী শহরে প্রয়াত খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাসটার্মিনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরদী উপজেরা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, বারবার দেশে পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চায়।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ আব্দুল হামিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাবনা জেলা পশ্চিমের সভাপতি সহ-অধ্যাপক আরিফ বিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি পাবনা জেলা শাখার সদস্য মাওলানা আব্দুল জলিল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পাবনা পশ্চিম জেলা শাখার সভপাতি মুফতি মুহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ মুজাহিদ কমিটি ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আটঘরিয়া উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা পশ্চিম শাখার মাওলানা আনোয়ার হুসাইন ফরিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাবনা জেলা পশ্চিমের সাবেক সভাপতি মুফতি নাজমুল হাসান, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মুফতি মতিউর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সেক্রেটারী মুফতি নূরুস সালাম বহরপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আটঘরিয়া উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা সুলাইমান জাহাঙ্গীর, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ঈশ্বরদী উপজেলা শাখার আহবায়ক মাওলানা রুহুল আমীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি আনাস উল্লাহ আল-আমীন।