যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে থিম সং গান গাইবেন ঈশ্বরদী শিল্পী শুভ।
আগামি ২৭ তারিখ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীর কৃত সন্তান সঙ্গীত শিল্পি রবিউল শুভ গান গাইবেন যুবদলের থিম সং, রিলিজ হবে আগামি ২৫ তারিখ সন্ধা ৭ টাই,,বাংলাদেশে প্রথম বারের মত যুবদলের জন্য এমন একটি গান হতে যাচ্ছে, শিল্পি বলেন যুবদলের জন্য এই গানটি সুন্দর একটি উপহার হবে, গানটি শোনার জন্য সাবইকে অনুরোধ করেছেন। গানটিতে কন্ঠ দিয়েছেন রবিউল শুভ, ক্লজাপ ওয়ানের নোলক বাবু এবং আলম আরা মিনু এবং সার্বিক সহযোগিতাই ছিলেন নিয়ামত আলি। গানটি দেখার জন্য শিল্পি শুভ সবাইকে অনুরোধ করেছেন।