৮০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ২
আজ বিকাল ৫ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার খ সার্কেল ঈশ্বরদী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক জনাব আব্দুল্লাহ আল মামুন স্যারের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি মাদক বিরোধী টিম নিয়ে পাবনা জেলার ঈশ্বরদী রেল বাজারের রিক্সা সমিতি মার্কেটের ফলের দোকানের সামনে ঈশ্বরদী হতে ঈশ্বরদী বাইপাস গামী একটি স্কুটি মোটরসাইকেল সময় :১৭:৩০ ঘটিকায় গতিরোধ পূর্বক আটক করে উক্ত মোটরসাইকেলের সিটে বসা অবস্থায় ১ নং আসামি মোঃ আলামিন ওরফে মুন্না (৩২), পিতা: মৃত মুক্তার হোসেন গ্রাম: কাশিপুর, থানা : পাবনা,জেলা: পাবনা । ২ নং আসামি মোঃ আনোয়ার হোসেন শামীম (২৯), পিতা: মো: আইয়ুব আলী,সাং: সুজানগর খাড়পাড়া, থানা: সুজানগর, জেলা: পাবনা দেরকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক পূর্বক উক্ত মাদক ব্যবসার কাজে ব্যবহৃত স্কুটি মোটরসাইকেলটি জব্দ করে আটকৃত আসামিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানা একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।