ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত- পুনরায় কামাল সভাপতি, সম্পাদক আলমগীর
বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আজ শনিবার(১৬ নভেম্বার) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
সকালে প্রধান অতিথি ঔপন্যাসিক, প্রাবন্তিক ও গবেষক কবি মজিদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করে এ সম্মেলনের উদ্বোধন করেন।
পরিষদের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামালের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য দেন সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক জাহিদুল আলম সনু।
বিশেষ অতিথির বক্তব্য দের অধ্যাপক আখতার হোসেন, অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান।
সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব আতাউর রহমান বাবলুর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, অধ্যাপক আব্দুল জব্বার, সিনিয়ন সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, সেলিম সরদার, সানিউল আলম সিয়াম প্রমূখ।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মনোয়ার হোসেন স্বপন ও এ্যাডভোকেট আশরাফুর ইসলাম সুমন নব-নির্বাচিত কমিটি ঘোষণা করেন।
২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে নির্বাচিত হয়েছেন, সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জাহিদুল আলম সনু, মোস্তাক আহমেদ কিরণ, ওহিদুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক এস আলমগীর, সহ-সাধারণ সম্পাদক সেলিম সরদার, আতাউর রহমান বাবলু, কোষাধ্যক্ষ নূরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিপু, সাহিত্য সম্পাদক আলমগীরুল নিউটন, সহ-সাহিত্য সম্পাদক অলোক মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাত্তার, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহীন উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুর রহিম বকুল, পাঠাগার সম্পাদক সবিরুল আলম লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, ক্রীড়া সম্পাদক একরামুল হক রনি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পরিতোষ কুমার পাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহিনা আক্তার, নির্বাহী সদস্য এমদাদুল হক আমান, আব্দুল হাই মন্জু চৌধুরী, যুধিষ্ঠীর কর্মকার, আদুবালা শীল, আশিকুর রহমান লুলু।