হাবিবের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও পুষ্পমাল্য অর্পণ
মহান বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার সাহাপুর মন্ত্রী মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে ঈশ্বরদী আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সেখানে আগে থেকে উপস্থিত হওয়া দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আলহাজ্ব মোড় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব। পরে শোভাযাত্রাটি পাবনা জেলা বিএনপির কর্মসূচিতে যোগ দেয়।
এর আগে সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখা থেকে খন্ড খন্ড মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হন। এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, সাবেক সাধারন সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জু রহমান, সাধারন সম্পাদক মঈনুল ইসলাম সরদার, সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা , বিএনপি নেতা হাক্কে মন্ডল, আলম হোসেন, হামিদুল ইসলাম হামদু মেম্বার, রমজান আলী, কবির আলী,বিএনপি নেতা তুহিন বিন সিদ্দিক,সাবেক ছাত্রনেতা হাফিজুল রহমান মুকুল, বরকত আলী ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর হাসান সুমন, সাবেক সাধারন সম্পাদক ইমরুল কায়েস সুমন, সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সুমন মালিথা, সদস্য সচিব মশিউর রহমান রতন, যুবদল নেতা হেদায়েতুল্লাহ অনিক, ছাত্রদল নেতা ইমন সহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।