বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের অধীনে ঈশ্বরদীতে দুইদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের অধীনের সারাদেশের সঙ্গে একযোগে ঈশ্বরদীতে দুইদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলকেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। শত শত শিক্ষার্থী ও অভিভাবকদের সমাগমে পরীক্ষা কেন্দ্রে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এ পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ৩ শতাধিক ক্ষুদে শিক্ষার্থী।
পরীক্ষার প্রথম দিন বুধবার সকাল সাড়ে ১১টায় বৃত্তি পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ ডাল গবেষণা
ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. সালেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডাল গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শাহিনুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সামসুল আলম, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের পাবনা জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, মোছা. জুলেখা ইয়াসমিন হ্যাপি। বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ওরিয়েন্ট কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল খালেক।
ডাল গবেষণাকেন্দ্রের পরিচালক ও কেন্দ্র পরিদর্শক ড. সালেহ উদ্দিন বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষার মান নিশ্চিতের পাশাপাশি প্রতিযোগী করে তুলতে সহায়ক হবে। শুধু তাই নয়, এসব পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়নও সম্ভব হবে বলে আমি মনে করছি।
ঈশ্বরদী সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আলহাজ্ব কবির আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার হল সুপারের দায়িত্বে ছিলেন মাতৃছায়া কিন্ডারগার্টেনের পরিচালক শেখ মহসিন। এ সময় আরো উপস্থিত ছিলেন- ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি এসএম রাজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক তুহিন, জাগরণ ডটকমের সম্পাদক ওহিদুল ইসলাম, জাগ্রত সকালের সম্পাদক ও দৈনিক আমার সংবাদের ঈশ্বরদী প্রতিনিধি সবুজ দেওয়ান, সাংবাদিক খাইরুল বাসার মিঠু, সাইদুল ইসলামসহ প্রমুখ।
পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের অপেক্ষমান অভিভাবকরা বলেন, এই বৃত্তি পরীক্ষা আমাদের কাছে এবং আমাদের সন্তানদের কাছে একটি উৎসব-উদ্দীপনার মতো মনে হচ্ছে। বৃত্তি পেতেই হবে; এমন কোনো বিষয় না। তাদের শিক্ষার প্রতি আগ্রহ ও প্রতিযোগী হওয়ার মানসিকতা তৈরির লক্ষ্যে এ পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি যেন তারা শুধু খেলাধুলা নয়, বইমুখীও হতে পারে।
পরীক্ষা কেন্দ্রের হল সুপার শেখ মহসীন বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনের পাবনা জেলার প্রতিটি উপজেলাসহ সারাদেশে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কয়েক লাখ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। ঈশ্বরদীতে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।