ঈশ্বরদীতে প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
ঈশ্বরদীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী গতকাল বুধবার (২২ জানুয়ারী) সকালে ঈশ্বরদী ডাকবাংলো প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপসচিব প্রশান্ত কুমার দাস, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, মূল প্রবন্ধ উপস্থাপন আকারী লুৎফর রহমান সিনিয়র সাইন্টিফিক অফিসার পিসি এসআরআই, ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, সাধারন সম্পাদক এসএম ফজলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার পরিচালনা করেন উপজেলা শিক্ষা একাডেমী অফিসার আরিফুল ইসলাম।