ঢাকাSaturday , 21 June 2025
  1. # লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ভূজপুর প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন সম্পন্ন

refazbiswas
June 21, 2025 4:10 pm
Link Copied!

 

ভূজপুর প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন সম্পন্ন

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

২০ জুন ফাউন্ডেশনের নীতিনির্ধারক ও আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এতে ওমান প্রবাসী সমাজসেবক জনাব মোহাম্মদ লোকমান হোসেনকে সভাপতি, ফ্রান্স প্রবাসী জনাব মোহাম্মদ বখতিয়ার শফিকে সিনিয়র সহ-সভাপতি এবং ওমান প্রবাসী হাফেজ মোহাম্মদ শাহিন ইকবালকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

বিগত কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় ফাউন্ডেশনের উদ্যোক্তা সদস্য জনাব মোহাম্মদ নাসির উদ্দীন, সাংবাদিক মাওলানা আসগর সালেহী, মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী ও মোহাম্মদ নাহিদ নাসিরের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির পক্ষ থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের আবেদন আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে একক প্রার্থী থাকায় তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

পশ্চিম ভূজপুর প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন ভূজপুর ইউনিয়নের ৩নং ও ৪নং ওয়ার্ডের প্রবাসীদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গরিব, অসহায় মানুষের চিকিৎসা, বিয়েশাদি, ঈদ উপহার বিতরণসহ নানা জনকল্যাণমূলক কাজ করে এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্তদের এলাকার বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন। নতুন নেতৃত্ব অল্প সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।