নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে বিজয়ী
ফটিকছড়ির মেয়ে শাহানা হানিফ
মোহাম্মদ রকিবুল হক শাকিল
চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফটিকছড়ি উপজেলার কৃতি সন্তান শাহানা হানিফ বিপুল ভোটে নির্বাচিত হয়ে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯তম ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে জয়লাভ করেছেন।
গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ঐতিহাসিক এই জয় অর্জন করেন।
শাহানা হানিফের পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব-ফরহাদাবাদ গ্রামে, মুনসুর গোমস্তার বাড়িতে। শাহানা হানিফ যুক্তরাষ্ট্রের চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ হানিফের কন্যা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।