ঈশ্বরদীতে বিদ্যুতের প্রি-প্রেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে জামায়াতের স্মারকলিপি
ঈশ্বরদীতে নেসকো পরিচালিত বৈদ্যুতিক লাইনের বর্তমান বিল ব্যবস্থাপনা মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার পদ্ধতি স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নেসকো কর্তৃপক্ষে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী ঈশ্বরদী পৌর শাখা।
বুধবার দুপুরে জামায়াতে ইসলামী ঈশ্বরদী পৌর আমির ও আসন্ন ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মাওলানা গোলাম আজম খানের নেতৃত্বে শহরের আলোবাগস্থ বিউবি ভবনে নেসকো ঈশ্বরদী প্রধান ও নির্বাহী আবাসিক প্রকৌশলী আব্দুন নুর এর কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা ও ঈশ্বরদী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়াসির আরাফাত সুজন, জামায়াত নেতা আব্দুল মাবুদ, হাফেজ আলিফ হোসাইনসহ প্রায় শতাধিক নেতা কর্মী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।