ঢাকাThursday , 26 June 2025
  1. # লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

refazbiswas
June 26, 2025 3:55 pm
Link Copied!

সাতক্ষীরায় মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি:

“জীবন একটাই, তাকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস – ২০২৫ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ আঃ সালাম।

শিশু একাডেমি সাতক্ষীরার শিশু বিষযক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম,এডিএম
রিপন বিশ্বাস, অধ্যাপক মোজাম্মেল হক, সাংবাদিক শাহ জাহান আলী মিটন, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন ইমুসহ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী ও শিক্ষার্থীবৃন্দ।

এসম বক্তারা,মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস স্বাস্থ্য ও মানবিক সংকটে মাদকের চ্যালেঞ্জের প্রভাবের উপর আলোকপাত করেন।সাতক্ষীরাকে মাদক মুক্ত করতে সকল সরকারি বেসরকারি ও এনজিও কর্মকর্তা ও কর্মচারীদের ডোপ টেস্টে করা। এবং মাদকের সাথে যুক্ত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের চাকরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয় উল্লেখ করা হয়। পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটির গঠনের পরামর্শ প্রদান করা হয়।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।