ঢাকাFriday , 27 June 2025
  1. # লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে ইসলামীর প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দেওয়ায় মুরাদনগরে শুকরানা মিছিল

refazbiswas
June 27, 2025 5:16 am
Link Copied!

জামায়াতে ইসলামীর প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দেওয়ায় মুরাদনগরে শুকরানা মিছিল

মোহাম্মদ সাদেকুল ইসলাম
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজনৈতিক দল হিসেবে পুনরায় নিবন্ধন এবং দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ায় শুকরানা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে মুরাদনগর উপজেলা সদরে আয়োজিত এই শুকরানা মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “এই রায় ন্যায়ের বিজয় এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল, যা দেশের সংবিধান ও আইনের আলোকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। দীর্ঘদিন ষড়যন্ত্রের শিকার হয়ে দলটি রাজনীতি থেকে বঞ্চিত ছিল। আজ আদালতের রায়ে সত্য ও ন্যায়ের জয় হয়েছে।”

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর, সেক্রেটারি, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

দলীয় নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারা এই রায়কে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন এবং আগামীর বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।