ঢাকাSunday , 29 June 2025
  1. # লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে প্রাথমিক শিক্ষায় চরম শৃঙ্খলাভঙ্গ, সকাল ৯টার পরও শিক্ষক নেই স্কুলে

refazbiswas
June 29, 2025 7:10 pm
Link Copied!

ফটিকছড়িতে প্রাথমিক শিক্ষায় চরম শৃঙ্খলাভঙ্গ, সকাল ৯টার পরও শিক্ষক নেই স্কুলে

মোহাম্মদ রকিবুল হক শাকিল
চট্টগ্রাম প্রতিনিধি

ফটিকছড়ি পৌরসভার অন্তর্গত উত্তর রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সময়মতো ক্লাস শুরু না হওয়া এবং শিক্ষকদের নিয়মিত দেরিতে উপস্থিত হওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধাবর (২৫ জুন) সকাল ৯টা পেরিয়ে গেলেও স্কুল ছিল তালাবদ্ধ। শিক্ষার্থীরা বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষিকা কায়েত্রী ঘোষ প্রতিদিন সকাল ১০টার আগে স্কুলে উপস্থিত হন না।

এদিন সকাল ৯টা ১৫ মিনিটে বিদ্যালয়ে প্রবেশ করেন সহকারী শিক্ষিকা বেবি আক্তার। পরে আরও দুই শিক্ষক যথাক্রমে ৯টা ২০ মিনিট এবং ৯টা ২৫ মিনিটে স্কুলে আসেন। এদিকে বিদ্যালয়ের অপর শিক্ষিকা উষা রানী শীল অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন।
প্রসঙ্গত, উত্তর রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬ জন শিক্ষক রয়েছেন। কিন্তু সময়মতো শ্রেণি কার্যক্রম শুরু না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

স্থানীয় অভিভাবকরা বলেন, “আমরা আমাদের সন্তানদের সময়মতো স্কুলে পাঠাই, কিন্তু শিক্ষকরা যদি দায়িত্বে অবহেলা করেন, তাহলে শিক্ষার মান কিভাবে উন্নত হবে?

এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
শিক্ষা সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়