প্রিপেইড বিদ্যুৎ মিটার চালুকরনের প্রতিবাদে নেসকো অফিস ঘেরাও কর্মসূচী পালন
ঈশ্বরদী পাবনা প্রতিনিধিঃ সচেতন নাগরিক ফোরাম, ঈশ্বরদী আয়োজনে আজ বুধবার সকাল ১০.৩০ ঘটিকার সময় নেসকো অফিস সংলগ্ন বিদ্যুৎতের ডিজিটাল কারচুপি রোধে প্রিপেইড মিটার চালুকরনের সিদ্ধান্তকে প্রতিবাদ করে নেসকো অফিস, ঈশ্বরদী ঘেরাও করেন।
বক্তব্য প্রদান করেন ঘেরাও কর্মসূচী প্রোগামে প্রধান সমন্বয়ক ও সচেতন নাগরিক ফোরামের আহবায়ক মোঃ রাজিবুল আলম ইভান, সচেতন নাগরিক ফোরামের অন্যতম উপদেষ্টা রেজাউল রেজাসহ অন্যান্য জ্যোতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনার আমলের সিদ্ধান্তকে ঈশ্বরদীর সচেতন জনগন কোন ভাবেই মেনে নিবে না। নেসকোর যেসকল কর্মকর্তারা এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করার সাথে জড়িত তাদের হুশিয়ার করে বলেন প্রিপেইড মিটার কোন গ্রাহকের বাড়িতে সংযোগ দিতে গেলে কঠোর ভাবে প্রতিহত করা হবে। এমনকি পিঠের চামড়া শক্ত করে যাওয়ার কথা উল্লেখ করে বলেন আমরা সচেতন নাগরিক ফোরাম কোন ভাবেই সরকারী স্থাপনায় হামলা ভাঙ্গচুরে বিশ্বাসী নয়। আমরা এই স্বৈরাচার আমলের সিদ্ধান্ত বাস্তবায়নকারী কর্মকর্তাদের প্রতিহত করতে যেকোন সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর।