সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা।
লালমোহন (ভোলা):
লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উপজেলা প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ জুয়েল। গত ৩০ জুন তিনি পেশাগত দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সংবাদ সংগ্রহ করতে গেলে তার উপর সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। এ হামলার নেতৃত্ব দেন বিএনপি নেতা ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সফিউল্লাহ,মোঃ আবু মোকাররম, আওয়ামী লীগ নেতা মোঃ জয়নাল মেম্বার, যুবলীগের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, ইউনিয়ন যুবলীগের সদস্য বাবুল ও সোহাগ এবং আওয়ামী লীগ কর্মী হেলাল।
অভিযুক্তরা দা ও লাঠি দিয়ে আঘাত করে তাকে গুরুতরভাবে আহত করেন। পরে স্থানীয় লোকজন আহত মাসুম বিল্লাহ জুয়েলকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক মহল এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লালমোহন থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।