ঢাকাWednesday , 2 July 2025
  1. # লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা।

refazbiswas
July 2, 2025 2:00 pm
Link Copied!

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা।

লালমোহন (ভোলা):
লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উপজেলা প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ জুয়েল। গত ৩০ জুন তিনি পেশাগত দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সংবাদ সংগ্রহ করতে গেলে তার উপর সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। এ হামলার নেতৃত্ব দেন বিএনপি নেতা ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সফিউল্লাহ,মোঃ আবু মোকাররম, আওয়ামী লীগ নেতা মোঃ জয়নাল মেম্বার, যুবলীগের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, ইউনিয়ন যুবলীগের সদস্য বাবুল ও সোহাগ এবং আওয়ামী লীগ কর্মী হেলাল।

অভিযুক্তরা দা ও লাঠি দিয়ে আঘাত করে তাকে গুরুতরভাবে আহত করেন। পরে স্থানীয় লোকজন আহত মাসুম বিল্লাহ জুয়েলকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক মহল এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

লালমোহন থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।