৪৮ বোতল ফেন্সিডিল সহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পাবনা গোয়েন্দা শাখার অভিযানে ৪৮ পিচ ফেনসিডিল সহ একজনকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা শাখার অফিসাররা। পাবনার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজ ০৩ জুলাই ২০২৫ খ্রিঃ ১৮.০০ ঘটিকায়, ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাক ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঈশ্বরদীর রেলগেইট কড়ইতলা থেকে মোঃ আসাদুল ইসলাম নয়ন (৩৫), পিতা-মোঃ শহীদুল ইসলাম এর পানের দোকানের সামনে সফল অভিযান পরিচালনা করে ৪৮(আটচল্লিশ) বোতল ফেন্সিডিল সহ নিম্নোক্ত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়,
গ্রেফতার কৃত মাদক বব্যসায়ী মোঃ আরমান আলী (৪৮), পিতা-মোঃ আব্দুল কাদের, সাং-পিয়ারাখালী, থানা-ঈশ্বরদী। পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল আমরা তাকে নজরদারিতে রেখেছিলাম।
উক্ত আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।