ঈশ্বরদী মহিলা কলেজের ৬ শিক্ষক/শিক্ষিকাকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক:
গতকাল ঈশ্বরদী মহিলা কলেজের এইস এস সি পরিক্ষা কেন্দ্র কোড নম্বর ৩১৯। ঈশ্বরদী মহিলা কলেজে এইস এসসি পরীক্ষার ডিউটি রত অবস্থায় মোবাইল পাওয়া গেছে ৬ শিক্ষক/শিক্ষিকার কাছে। এমতাবস্থায় পরীক্ষা কেন্দ্রের কনভেনার আসিফ জুলিয়াস জানান আমরা বোর্ডের নির্দেশনা অনুযায়ী চেক করলে ৬ শিক্ষক এবং শিক্ষিকার কাছে মোবাইল পাওয়া যাই। শাহনাজ পারভিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দিলাআরা শিরিন বন্যা, পরিসংখ্যান বিভাগ। মিজানুর রহমান, ভূগোল। নুসরাত জাহান, ইতিহাস। সুহাদা তানজিন, বাংলা। এবং লাভলী ব্যবস্থাপনায়। পরীক্ষা কেন্দ্রের কনভেনার আসিফ জুলিয়াস জানান আমরা ৬ শিক্ষক/শিক্ষিকাকে আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিউটি থেকে অব্যাহতি দিয়েছি। এবং এটা চলমান থাকবে। গতকাল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল আমরা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সব শিক্ষক এবং শিক্ষিকাদের অনুরোধ করছি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ডিভাইস না নিয়ে যাওয়ার জন্য।