গাজীপুর মহানগর প্রেসক্লাব-এর স্মরণিকা অন্বেষা মোড়ক উন্মোচন ও মৌসুমী ফল উৎসব
নিজস্ব প্রতিবেদক:
৫ জুলাই শনিবার বিকালে জয়দেবপুরে পোস্ট অফিস রোডে গাজীপুর মহানগর প্রেসক্লাবের কার্যালয়ে স্মরণিকা “অন্বেষা”র মোড়ক উন্মোচন ও মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি এম. আমজাদ খানের সভাপতিত্বে, তারেক রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায়, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব, প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক- এম নজরুল ইসলাম আজহার,
কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক- সাখাওয়াত হোসেন সেলিম, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি- মোঃ নাজমুল হাসান কবির, সিনিয়র সাংবাদিক আবিদ হোসেন বুলবুল, গাজীপুর জেলা রিপোর্টাস ইউনিট সভাপতি- এম কাজল খান,এড দেবশীষ রায়, প্রেসক্লাবের সহ-সভাপতি- হাসান মাহমুদ সুমন, উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক- জাহিদ হাসান জিহাদ, সাংবাদিক আবু সাঈদ চৌধুরী, গোলাম রসুল দিনার, মোঃ আলমগীর ওয়াছী, কামরুজ্জামান জুয়েল, মোঃ মহসিন হোসেন, কবি মশিউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষণ কর্মশালা প্রতিবেদন অন্বেষার মোড়ক উন্মোচন ও মৌসুমি ফল খাওয়া উৎসব অনুষ্ঠিত হয়।