খোকসায় চাঞ্চল্যকর আলী প্রামানিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
মোঃ নুর আলম পাপ্পুঃ
খোকসা কুষ্টিয়াঃ
কুষ্টিয়া জেলার খোকসা থানার সাতপাখিয়া গ্রামে ঘটে যাওয়া আলোচিত আলী প্রামানিক হত্যা মামলার প্রধান আসামি মোঃ সোনাই শেখ (৩৫) কে রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১২ এর কুষ্টিয়া সিপিসি-১ এর একটি বিশেষ আভিযানিক দল র্যাব-৪ ও র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জুলাই রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীর মিরপুর-১৪ এর ৬/১১ হাউজিং স্টাফ কোয়ার্টারের সামনে থেকে সোনাই শেখকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৩ জুন বিকেল ৫টার দিকে পূর্ব শত্রুতার জেরে সাতপাখিয়া গ্রামে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয় আলী প্রামানিকের (৫৫) উপর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি পরদিন ভোর ৪ টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ২৫ জুন খোকসা থানায় একটি হত্যা মামলা রুজু করা হয় (মামলা নং-১১, ধারা: ১৪৩/৪৪৭/৩২৩/৩০২/৩০৭/৩৫৪/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০)।
গ্রেফতারকৃত আসামি মোঃ সোনাই শেখকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।
পরবর্তীতে কাফরুল থানা থেকে আসামীকে কুষ্টিয়া জেলার খোকসা থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।