
sporsonews24.net
পাবনায় ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।
পাবনায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও ছাপ্পান্ন রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেফতার করেছে ডিবি।
গত বুধবার বিকেলে ঈশ্বরদী থানাধীন মুলাডুলি কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে থেকে বগুড়া হতে পাবনা গ্রামী বিশাল শোলা পরিবহনে অভিযান চালায় ডিবি ওই সময় গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে দিবাগত রাত্রি ০৩.০০ ঘটিকায় ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) বেনু , অসিত কুমার বসাক এবং এসআই আব্দুল লতিফ সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঈশ্বরদীর সরাইকান্দি এলাকা এবং পাবনাই অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। এসময় ৫৬ রাউন্ড কার্তুজ উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী পাবনা সদর থানাধীন মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রামের আইজুদ্দিন প্রামানিক এর ছেলে আবু বক্কর প্রামানিক (৫৪)। এ সময় তার কাছ থেকে একটি সচল ওয়ান- শুটারগান, এবং ৫৬ রাউন্ড কার্তুজ উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়েছে। আটকৃতর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।