ঢাকাThursday , 10 July 2025
  1. # লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে নোটিশ ছাড়াই সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ী ভেঙ্গে দিলেন পৌর প্রশাসক

refazbiswas
July 10, 2025 3:05 pm
Link Copied!

রাজবাড়ীতে নোটিশ ছাড়াই সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ী ভেঙ্গে দিলেন পৌর প্রশাসক

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে নোটিশ ছাড়াই সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা রব্বানীর বাড়ী ভেঙ্গে দিয়েছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুুপুরে গোয়ালন্দ পৌরসভার আড়তপট্রিতে থাকা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা রব্বানীর বাড়ীটি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশের উপস্থিতিতে ভেঙ্গে দেওয়া হয়।

গোয়ালন্দ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান আফরোজা রব্বানী অভিযোগ করে বলেন, গোয়ালন্দ পৌরসভার আড়তপট্রিতে ২০১৫ সালে ৩শতাংশ জমি ক্রয় করে বাড়ী নির্মাণ করি। জমিটি ক্রয়ের পর মিউটিশন সম্পন্ন করে সেখানে বাড়ী করে ভাড়া প্রদান করি। জমির পাশ দিয়ে রাস্তা নির্মাণ কাজ শুরু করে পৌরসভা। আমাকে একটি নোটিশ প্রদান করলে আমি দাবী করি, আমার জমিটি পরিমাপ করে বুঝে দিয়ে কাজ করতে। বুধবার পৌর প্রশাসকের অফিসে গেলে তিনি ঘর ভেঙ্গে দিতে চায়। আমি পরিমাপ করার পর আমি সরিয়ে নিতে চাইলে তিনি বলেন, আমি ভেঙ্গে দিবো। আমি আইনের আশ্রয় নিতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লোকজন নিয়ে কোন নোটিশ প্রদান ছাড়াই ঘরটি ভেঙ্গে দেয়।

তিনি বলেন, এক মাস আগে আমার ভাড়াটিয়াকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পৌরসভার নাগরিক হিসেবেও তো অধিকার রয়েছে। আমি রাস্তার জমি দিতে রাজি ছিলাম, কিন্তু জোরপুর্বক দখল নিয়েছে। আমি আইনের আশ্রয় নিবো।
গোয়ালন্দ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রব্বানী বলেন, প্রথম নোটিশ প্রদানের পরই পৌর প্রশাসকের সাথে দেখা করে বলি, রাস্তার জন্য জমি ছেড়ে দিতে আমি রাজি আছি। পরিমাপ করে আমার জমিটি বুঝে দেন। তারপর আর কোন নোটিশ প্রদান না করেই আমার স্ত্রীর নামীয় বাড়ীটি ভেঙ্গে ক্ষতি সাধন করেছে। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কার কাছে বিচার দিবো। আইনের আশ্রয় নিবো।
গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী ৩টি নোটিশ দেওয়া হয়েছে। সড়ক নির্মাণের স্বার্থে বাড়ীর ঘরটি সরিয়ে দেওয়া হয়েছে। যে জায়গায় ঘর ছিল, সেটি সরকারী খাস জমি। আগের মালিকের নামে বেশি জমি রেকর্ড হয়েছিল। তবে জমি পরিমাপ করে কাজ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।