ঢাকাThursday , 10 July 2025
  1. # লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

refazbiswas
July 10, 2025 2:59 pm
Link Copied!

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর ডোমারে অটোরিকশা (অটোভ্যান) চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে কাঁঠাল গাছে ধাক্কার ঘটনায় মোন্তাসির রহমান মুহিন (১০) নামের তৃতীয় শ্রেণির এক কোমলমতি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ডোমার পৌরসভার ময়দানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুহিন ওই এলাকার সাবেক পৌর কাউন্সিলর বেলাল হোসেনের তৃতীয় সন্তান। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মুহিন তার পরিবারের সদস্যদের সঙ্গে ডোমার মহাশ্মশান এলাকা থেকে শুকনো গাছের ডালপালা ভাড়া করা একটি অটোভ্যানে করে বাড়িতে নিয়ে আসে। মালামাল নামানোর পর চালক এরশাদুল হক ভাড়া নেওয়ার জন্য মুহিনের বাবার কাছে বাড়ির ভেতরে যান। এ সময় মুহিন অজান্তে চালকের অটোভ্যানের চাবি নিয়ে সেটি চালাতে যায়।

ভ্যানটি চালু করে সামনের দিকে নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সজোরে বাড়ির সামনে থাকা একটি কাঁঠাল গাছে ধাক্কা খায়। এতে মুহিনের বুকের ওপর প্রচণ্ড আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র ১০ বছরের একটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যুতে মুহিনের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয়রা জানান, মুহিন ভীষণ শান্ত স্বভাবের এবং মেধাবী শিক্ষার্থী ছিল। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া।

এ ঘটনার পর স্থানীয়রা অটোভ্যানসহ শিশুদের খেলাধুলা ও চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সচেতনতা বাড়ানো ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার দাবি জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।