মৌলভীবাজারে ছয় দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন
সৈয়দ শিহাব উদ্দিন মিজান মৌলভীবাজার প্রতিনিধি
: ০৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মৌলভীবাজার স্বাস্থ্য সহকারীরা। গত মঙ্গলবার (৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মো: বদরুল হক এর সভাপতিত্বে ও এইচ এ মোহাম্মদ আব্দুল হান্নান কমিটি সদস্য সচিব এইচ এ উপানন্দ বর্মন এর যৌথ সঞ্চালনায় ৩ঘন্টাব্যাপি এ অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন- এইচ আই আনজুমান আরা রুবি, সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক এইচ এ উপানন্দ বর্মন, জেলার সাবেক সাধারণ সম্পাদক এইচ এ মো: লুৎফুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা সভাপতি এইচ এ রাধিকা রঞ্জন দেব, সদর উপজেলা সাধারণ সম্পাদক এইচ এ মোহাম্মদ সেলিম মিয়া, উপজেলা সভাপতি এইচ এ মোঃ আদনান, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি এইচ এ দুলন দেব, রাজনগর সভাপতি এইচ এ মোজাম্মেল হক, কমলগঞ্জ উপজলা সাধারণ সম্পাদক এইচ এ মুস্তাকিম আহমদ, এইচ এ মিজানুর রহমান, পার্থ রায়, দয়াময় বর্ধন, সুজিত চক্রবর্তী, আহমদ আলী, দিলারা বেগম প্রমুখ। বক্তাগণ বলেন- মানব শিশু জন্মের পর থেকে স্বাস্থ্য কর্মীরা টিকা প্রদান করে থাকেন। কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদ মর্যাদা থেকে বঞ্চিত। সরকারের অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা তক সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান করতে হবে। এবং ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আমারা এ কর্মসূচী পালন করে আসছি। দাবী দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে। ৬দফা দাবীর মধ্যে অন্যান্য দাবী হলো- নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযুক্ত করে ১১তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ,পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ,পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে ¯স্নাতক পাস স্কেলে আত্নীকরণ করতে হবে। বেতন স্কেলে উন্নীতকরনের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুন:নির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে। পূর্বে ইন-সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসাবে গণ্য করে সরাসরি ১১তম দিতে হবে। দীর্ঘদিন ধরে চলমান ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের বৈষম্যের লক্ষ্যে অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশ সমুহের বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি সময়ের দাবী।