জাতীয় পার্টির মহাসচিবের ক্ষোভ: “মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না”
মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
জাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, “মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না।” তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে যেভাবে প্রকাশ্যে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তাতে মনে হচ্ছে না সরকার একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “জনগণের নিরাপত্তা দিতে না পারলে সেটি সরকারের বড় ব্যর্থতা। বিচারহীনতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবের কারণেই আজ জনগণ বিচার নিজের হাতে তুলে নিচ্ছে। যা কখনোই একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়।”
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সাবেক মেয়র গোলাম মোস্তফা, নীলফামারী জেলা জাপা সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, জলঢাকার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও দলের উত্তরাঞ্চলের নেতারা।
দলীয় মহাসচিব নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম উত্তরাঞ্চল সফর। সৈয়দপুর বিমানবন্দরে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে তিনি সৈয়দপুর ও আশপাশের এলাকায় দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।