ঢাকাMonday , 14 July 2025
  1. # লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক স্বপ্নার উপর হামলার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

refazbiswas
July 14, 2025 1:08 pm
Link Copied!

সাংবাদিক স্বপ্নার উপর হামলার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

SPORSONEWS24.NET
মানব বন্ধন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর জলঢাকায় সাংবাদিক স্বর্ণালি আক্তার স্বপ্নার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে এই কর্মসূচির আয়োজন করে জেলা রিপোর্টার্স ইউনিটির জলঢাকা শাখা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির জলঢাকা শাখার সভাপতি রাশেদুজ্জামান সুমন। এ সময় বক্তব্য রাখেন ইউনিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সহ-সাধারণ সম্পাদক জসিনুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সদস্য সহিদুল ইসলাম, সাংবাদিক হাছানুজ্জামান সিদ্দিকী, এনআই মানিক প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক স্বপ্নার উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য মজিবর রহমান।

উল্লেখ্য, গত ১০ জুলাই (বুধবার) রাতে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমানের নির্দেশে তার লোকজন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বর্ণালি আক্তার স্বপ্নার উপর হামলা চালায় ও শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।