ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

SPORSONEWS24.NET
ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচীপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে ঈশ্বরদী শহরে এই কর্মসূচী পালন করা হয়।
i
ঈশ্বরদীর খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পোষ্ট অফিস মোড়, হান্নানের মোড়, হাসপাতাল রোড, আকবরের মোড়, কলেজ রোড, চাঁদ আলীর মোড় হয়ে বাজারের ১নং গেট চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদীর পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির আহবায়ক এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ জাকারিয়া পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খাঁন, কেন্দ্রীয় রেল শ্রমিকদলের কার্যকরী সভাপতি আহসান হাবিব, বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, সাবেক প্যানেল মেয়র মোঃ আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনামুল হক আতিয়ার ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবদলের সাবেক সদস্য সচিব মোঃ মেহেদী হাসান।
এছাড়াও আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বিষ্টু সরকার, শামসুদ্দোহা পিপ্পু, আতাউর রহমান পাতা, আব্দুল মান্নান সরদার, আক্কাস আলী খাঁন, ফিরোজ ইফতিখার পাপ্পা, আমিরুল ইসলাম, আবু সাঈদ লিটন, মনিরুজ্জামান টুটুল সরদার, জাহাঙ্গীর আলম, নান্নু রহমান, যুবদল নেতা মাহামুদ হাসান সোনামনি, স্বেচ্ছাসেবকদল নেতা মামুনুর রশিদ নান্টু, মাহামুদুর রহমান ফুল জুয়েল, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, মাহমুদুল ইসলাম শাওন ও নাজমুল হাসান রিশাদসহ ঈশ্বরদী এবং আটঘরিয়া উপজেলা ও পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা জাকারিয়া পিন্টু তার বক্তব্যে হুসিয়ারী উচ্চারণ করে বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কোন ধরণের কুরুচীপূর্ণ বক্তব্য বরদাশ্ করা হবে না। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে অপপ্রচারকারী ও কুরুচিপূর্ণ বক্তব্যদানকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।